ঢাকা : এফএআরসি বিদ্রোহীদের হামলায় কলম্বিয়ায় ১০ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শনিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভেনিজুয়েলা সীমান্তের কাছে আরাওকুইতা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছে, শনিবার কলম্বিয়ার রাজধানী বোগোটার ৪শ কিলোমিটারের উক্ত সেনা সদস্যরা টহল দেওয়ার সময় বিদ্রোহীরা তাদের উপর হামলা করে।
ওই সৈন্যরা এলাকাটিতে রাস্তার কাজে ব্যবহৃত পেট্রোল ট্যাঙ্কার এবং বিভিন্ন তেল স্থাপনা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল।
হামলাটি এমন এক সময়ে এল যখন একই দিনে এফএআরসি দীর্ঘ ১৪ বছর ধরে তাদের কাছে জিম্মি রাখা ১০ সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তাকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে।
এ বিষয়ে সম্প্রতি এফএআরসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, তারা এখন অপেক্ষা করছে কখন প্রেসিডেন্ট জন ম্যানুয়াল সানতোস তাদের দলকে মেনে নিয়ে কারাগারে থাকা তাদের যোদ্ধাদের সাথে দেখা করার অনুমতি দেবেন।
এ বিষয়ে প্রেসিডেন্ট সানতোস অবশ্য বলেছেন, যতক্ষণ পর্যন্ত এফএআরসি বিদ্রোহীরা জিম্মিদের মুক্তি না দেবে এবং সম্পূর্ণ নিরস্ত্র হয়ে সিভিল সোসাইটিতে যোগ না দেবে ততক্ষণ তাদের সাথে আলোচনার কোনো সুযোগ নেই।
অবশ্য গত মাসের শেষের দিকে এফএআরসি জিম্মি বেসামরিকদের মুক্তি দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত অক্টোবরে এফএআরসি বিদ্রোহীদের পৃথক দু`টি হামলায় ২০ বিসামরিক নিহত হয়।
বাংলাদেশ সময় : ১৬১৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা : সুমন মজুমদার, নিউজরুম এডিটর