ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যে মাওবাদী গেরিলাদের হাতে দুই ইতালীয় পর্যটক অপহৃত হয়েছেন। উড়িষ্যার কান্দামাল জেলা থেকে ওই দুই ইতালীয়কে অপহরণ করা হয়।
শনিবার রাতে মাওবাদীরা দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিতে পাঠানো এক অডিওবার্তাতে ওই দুই ইতালিয়ান নাগরিককে অপহরণ করার কথা স্বীকার করে।
বর্তমানে অপহৃতদের কান্দামালের অজ্ঞাত স্থানে জিম্মি রাখা হয়েছে।
অপহৃতরা হলেন, বসকুসকো পাওলো ও ক্লানদিও কোলানজিলো। এরমধ্যে বসকুসকো পাওলো ১৯৯৯ সাল থেকে পুরিতে একটি ট্রাভেল এজেন্সি চালিয়ে আসছিলেন। আর ক্লানদিও একজন টুরিস্ট।
এনডিটিভিতে পাঠানো অডিওবার্তাতে মাওবাদীরা উড়িষ্যার সরকারের কাছে রোববার বিকেলের মধ্যে রাজ্যে সকল ধরনের কম্বিং অপারেশন বন্ধের জন্য ডেডলাইন ঘোষণা করেছে। এছাড়া তাদের সঙ্গে সরকারকে দ্রুত আলোচনায় যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে তারা।
এদিকে রাজ্য সরকার রোববার এ নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে।
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইউএন বিহিরা দুই ইতালিয়ান অপহরণের ঘটনাটি স্বীকার করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক বিষয়টি নিয়ে বলেছেন, রাজ্য সরকার আইনের মধ্যে থেকে মাওবাদীদের সঙ্গে সব ধরনের আলোচনায় প্রস্তুত। তবে তিনি মাওবাদীদের অপহৃতদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর