ঢাকা : ভেনিজুয়েলায় পুলিশের গুলিতে দেশটিতে দায়িত্বে থাকা চিলি কূটনীতিকের মেয়ে ক্যারেন বিরিনডিক নিহত হয়েছেন।
শনিবার ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর মারাকাইবোতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ১৯ বছর বয়স্ক ক্যারেন একটি জন্মদিনের পার্টি শেষ করে মারাকাইবো থেকে ফিরছিল। এসময় পুলিশ তার গাড়ি লক্ষ্য করে সরাসরি গুলি করলে সে মারা যায়।
ইতিমধ্যে এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ক্যারেনের ভাই গাড়িটি চালাচ্ছিল। একটি চেকপয়েন্টের সামনে এসে তারা গাড়ি থামাতে ব্যর্থ হলে পুলিশ তাদের ডাকাত কিংবা গাড়ি চোর মনে করে গুলি চালায়।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা জশ হামবেরেতো রামিরেজ ঘটনার স্বচ্ছতা রক্ষা করে এ বিষয়ে একটি বিশেষ কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।
রামিরেজ পুলিশের গুলিবর্ষণের বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেছেন, এটি সামগ্রিক শক্তি প্রয়োগের চিত্র নয়।
এদিকে ক্যারেনের বাবা মারাকাইবো চিলিয়ান কাউন্সিলের কর্মকর্তা ফার্নেন্দো বিরিনডিক জানিয়েছেন, তার ছেলে ক্যারেনকে নিয়ে একটি জন্মদিনের পার্টি শেষ করে ফিরছিল। সেসময় একটি চেকপয়েন্টের সামনে অস্ত্রের মুখে পুলিশ তাদের থামতে বলে। তবে তার ছেলে চিৎকার করায় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে।
মিস্টার ফার্নেন্দো জানিয়েছেন তিনি গাড়িটিতে মোট ৬টি গুলির চিহ্ন পেয়েছেন। এছাড়া ক্যারেনের গায়ে ৩টি গুলি লাগে বলেও জানিয়েছেন তিনি।
মিস্টার ফার্নেন্দো পুরো বিষয়টিকে কাণ্ডজ্ঞানহীন ও জনগণের প্রতি শ্রদ্ধাহীনতার নিদর্শন বলে আখ্যায়িত করেছেন।
বাংলাদেশ সময় : ১৮২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর