ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় আলিপ্পোতে গাড়ি বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, মার্চ ১৮, ২০১২
সিরিয়ায় আলিপ্পোতে গাড়ি বোমা হামলা

ঢাকা: দামেস্কের পর এবার রোববার সিরিয়ার আলিপ্পোতে একটি আবাসিক এলাকায় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে।
এই হামলায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

গতকাল শনিবার দেশটির রাজধানী দামেস্ক পুলিশের একটি ভবনে জোড়া গাড়ি বোমা হামলায় ২৭ জন নিহত হয়েছিলো।
দেশটির সরকার গতকালের ওই ঘটনার জন্য বিদ্রোহীদের ‍দায়ি করেছে।

এই হামলাগুলো এমন একটি সময়ে সংগঠিত হচ্ছে যখন সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী আন্দোলনের এক বছর পার করছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী গত মার্চ থেকে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলনে প্রায় ৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।