ঢাকা: ইয়েমেনে আল কায়েদা লক্ষবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জঙ্গি নিহত হয়েছে।
রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিনজিবারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় এক কর্মকর্তা।
তিনি জানান, শনিবার রাত থেকেই জিনজিবারের উত্তর-পূর্ব সুবুর্ব শহরে আল কায়েদা লক্ষ্যবস্তুগুলোর উপরে ব্যাপক গোলাবর্ষণ করে। এতে ওই শহরের আল কায়েদার বেশ কয়েকটি ঘাটি ধ্বংশ হয় এবং ১৬ জঙ্গি নিহত হয়।
সমূদ্র এলাকা থেকে এই হামলা চালানো হয় বলেও জানান ওই কর্মকর্তা।
এক প্রত্যক্ষদর্শী জানান, ইতোমধ্যে শহরে ১৬ বন্দুকধারী যোদ্ধার লাশ গোলাবারুদ ফ্যাকটরির পাশের গোরস্তানে কবর দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মে মাস থেকেই সুবুর্ব ইয়েমেনি আল কায়েদা জঙ্গিরা শক্ত ঘাটি গড়ে তোলে।
বাংলাদেশ সময়:১৯২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর