ঢাকা : ইন্দোনেশিয়ায় রোববার রাতে পুলিশের গুলিতে পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ এই দ্বীপরাষ্ট্রটির প্রধান পর্যটন কেন্দ্র বালি দ্বীপে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে এই ঘটনা ঘটে বলে সোমবার ইন্দোনেশিয়া পুলিশের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
পুলিশের মুখপাত্র ও ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ বাহিনীর সিনিয়র কমান্ডার বয় রাফলি আমর জানান, নিহত ব্যক্তিরা সন্ত্রাসী কর্মকান্ডের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বেশ কিছু জুয়েলারির দোকান লুট করার পরিকল্পনায় লিপ্ত ছিল। রোববার রাতে তারা অন্তত দু`টি দোকানে ডাকাতির পরিকল্পনা করে বলেও জানান তিনি।
সন্দেহভাজনদের অনুসরণরত ইন্দোনেশিয়ার সন্ত্রাস বিরোধী পুলিশ রোববার রাতে বালির দু`টি আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সন্ত্রাসীরা মারা যাওয়ার আগে পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয় বলে দাবি করে পুলিশ। পৃথক পৃথক ঘটনাস্থল থেকে দু`টি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২০১০ সালে উত্তর সুমাত্রার মেদানে একটি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত সন্ত্রাসী গ্রুপের সঙ্গে নিহত ব্যক্তিদের যোগাযোগ ছিল বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের মুখপাত্র দাবি করেন উক্ত সন্ত্রাসী গ্রুপটি পরবর্তীতে উত্তর সুমাত্রার আচেহ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষন শিবির স্থাপনের লক্ষ্যে অর্থ সংগ্রহের জন্য আরো ডাকাতির পরিকল্পনা করে ।
বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর এবং রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর