ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের প্রতি অর্থনৈতিক সংস্কারের আহ্বান আইএমএফ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মার্চ ১৯, ২০১২
চীনের প্রতি অর্থনৈতিক সংস্কারের আহ্বান আইএমএফ প্রধানের

ঢাকা : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টিয়ান লাগার্দ বলেছেন বিনিয়োগ ও রফতানির ওপর অতিমাত্রার নির্ভরশীলতা থেকে চীনের অর্থনীতিকে বের হয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ইউয়ান আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসেবে বিশ্বে নিজের স্থান করে নিতে পারবে যদি চীন মুদ্রার বাজারভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা কার্যকর করে।

  

চলতি সপ্তাহের শুরুতে চীন ও ভারত সফরে বেরিয়ে লাগার্দ বর্তমানে চীনে অবস্থান করছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়িক  নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা আবারো ফিরে আসছে ।

তিনি চীনের নেতাদের অর্থনৈতিক সংস্কার করার আহ্বান জানান। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন বিশ্ব অর্থনীতির মূল চালক হয়ে ওঠার পথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনের নেতারা তাদের অর্থনীতি ও মুদ্রানীতিতে প্রয়োজনীয় সংস্কার সাধন করবেন।    

তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকান্ডের ওপর চীনের মনোযোগ বাড়াতে হবে যেন ‍আরো অধিক জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারে।

বাংলাদেশ সময় : ১৩০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।