ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিডনি হারবার ব্রিজের ৮০তম জন্মদিন সোমবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ১৯, ২০১২
সিডনি হারবার ব্রিজের ৮০তম জন্মদিন সোমবার

ঢাকা : অস্ট্রেলিয়ার অন্যতম রাষ্ট্রীয় পরিচিতি স্মারক, পৃথিবী বিখ্যাত ‘সিডনি হারবার ব্রিজে`র ৮০তম জন্মদিন আজ সোমবার।

অস্ট্রেলিয়াবাসীর গর্বের ধন এই সেতুর জন্মবার্ষিকীর দিনটিকে স্মরনীয় করে রাখতে তাই অস্ট্রেলিয়ায় উৎসাহ উদ্দীপনার সীমা নেই।

বিভিন্ন উৎসব আর আয়োজনের মধ্য দিয়ে স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই সেতুটির জন্মবার্ষিকী পালন করছে অস্ট্রেলিয়াবাসী।

এর অংশ হিসেবে ছিল সেতুর সুউচ্চ খিলানের ওপর দাঁড়িয়ে বিশেষ সঙ্গীত পরিবেশনা। ১৩৪ মিটার উচ্চতা বিশিষ্ট খিলানের ওপর দাঁড়িয়ে বিশ্বের বিখ্যাত ‘সিডনি সিম্ফোনি অর্কেস্ট্রো’র সঙ্গীত পরিবেশনা ছিল উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।

বিশেষভাবে আমন্ত্রিত অতিথিদের সামনে এখানে সঙ্গীত পরিবেশন করেন দলটির ১১ জন সঙ্গীত শিল্পী।  

উল্লেখ্য, আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে সেতুটির নির্মাণে যুক্ত থাকা শ্রমিকদের কয়েকজন জীবিত সদস্যও ছিলেন।

প্রায় ১ হাজার ১৪৯ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করতে সে সময় লেগে গিয়েছিল প্রায় দশ বছর। সেতুটিকে আনুষ্ঠানিকভাবে ১৯৩২ সালের ১৯ মার্চ খুলে দেওয়া হয়।

গিনেজ বিশ্বরেকর্ড অনুযায়ী বিশ্বের একক স্পান বিশিষ্ট সবচেয়ে প্রশস্ত সেতু হল সিডনি হারবার ব্রিজ।

সেতুটি নির্মাণে সে সময় খরচ হয়েছিল প্রায় ৬২ লাখ ৫০ হাজার পাউন্ড। কিছুটা কান্নাও মিশে আছে সেতুটি নির্মাণের সঙ্গে। কমপক্ষে ১৬ শ্রমিক প্রাণ হারায় সেতুটি নির্মাণের সময়।

সিডনির বাসিন্দাদের কাছে ‘কোর্ট হ্যাঙ্গার’ বলে অভিহিত এই সেতুটিকে যখন খুলে দেওয়া হয় তখন এটি প্রথমবারের মত সিডনির বিখ্যাত পোতাশ্রয়ের উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে সংযোগ রচনা করে।

চালু হওয়ার প্রথম দিকে প্রতিদিন সেতুটি অতিক্রম করতো প্রায় ১১ হাজার যানবাহন। কিন্তু বর্তমানে সেতু ব্যবহারকারী যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজারে।

এখানে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিখ্যাত আতশবাজির খেলা হচ্ছে সিডনি হার্বার ব্রিজের মূল বিশেষত্ব। প্রতি বছর ইংরেজি নববর্ষের সময় সেতু, নিকটবর্তী সিডনি অপেরা হাউজ ও তৎসংলগ্ন পোতাশ্রয়ের দু’প্রান্তে অনুষ্ঠিত হওয়া আতশবাজির খেলা উপভোগ করতে সারাবিশ্ব থেকে এখানে ভিড় জমায় উৎসাহী পর্যটকেরা।

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।