ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানির নতুন প্রেসিডেন্ট জোয়াকিম গুক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, মার্চ ১৯, ২০১২
জার্মানির নতুন প্রেসিডেন্ট জোয়াকিম গুক

ঢাকা :  জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পূর্ব জার্মানির গণতন্ত্রপন্থী মানবাধিকার কর্মী জোয়াকিম গুক। গত রোববার তিনি বিপুল ব্যবধানে বিজয়ী হন।



৭২ বছর বয়সী এই নেতা জার্মানির বড় দলগুলোর বেশিরভাগের সমর্থন পেয়েছেন যদিও তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

পার্লামেন্টের স্পিকার নরবার্ট লামার্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট মনোনয়নে ভোট পড়েছে ১ হাজার ২৩২টি যার মধ্যে ৯৯১টি ভোট পেয়েছেন জোয়াকিম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক কমিউনিস্ট বামপন্থী দলের প্রার্থী বেট ক্লারসফেল্ড পেয়েছেন ১২৬ ভোট। তার পরবর্তী অবস্থানে থাকা কট্টর ডানপন্থী দল এপিডি’র প্রার্থী অলাফ রোজ পেয়েছেন মাত্র ৩ ভোট। তবে ভোটার সময় ১০৮ জন ভোটার ভোট দানে বিরত থাকেন।

গুক প্রথম জীবনে ছিলেন ভিন্নমতাবলম্বী গির্জার একজন যাজক। তিনি তৎকালীন পূর্ব জার্মানির কমিউনিস্ট শাসনের বিরোধিতা করেছিলেন। ১৯৯০ সালে দুই জার্মানি একত্রিকরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

জোয়াকিম গুক এমন একজন ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হলেন অথচ তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু তিনি মূলধারার রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমর্থন লাভে সমর্থ হয়েছেন।

প্রেসিডেন্ট জোয়াকিম গুক তার পূর্বসূরি ক্রিসটিয়ান ভুলফের স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, দুর্নীতি ক্যালেঙ্কারির দায়ে গত মাসে পদত্যাগ করেন ক্রিসটিয়ান।

বাংলাদেশ সময় : ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।