ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নরওয়েতে তুষারচাপা পড়ে ছয় পর্যটকের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মার্চ ১৯, ২০১২
নরওয়েতে তুষারচাপা পড়ে ছয় পর্যটকের প্রাণহানি

ঢাকা: নরওয়ের উত্তরাঞ্চলে কাফজোর্ড এলাকায় তুষারচাপা পড়ে ছয় জন পর্যটকের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার বরফের ওপর স্কি করার জন্য ১২ জন পর্যটক কাফজোর্ডে গিয়ে বরয়ের নিচে আটকা পড়েন।

অনির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে তারা ফরাসি নাগরিক।

পুলিশ প্রধান ট্রমসো জানিয়েছেন, সোমবার বিকেলের দিকে মাউন্ট সোর্বমেগাইসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

একটি মেডিক্যাল হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। সাহায্যের জন্য সেনা বাহিনীকেও অনুরোধ জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে গেছে।

অনির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, ১২ জন পর্যটকের মধ্যে ছয় জন তুষারের সঙ্গে ভেসে গেছে।

পুলিশ প্রধান জানিয়েছেন, পর্যটকদের কাছে রেডিও ট্রান্সমিটার ছিল। সুতরাং তাদের খুঁজে বের করা মনে হয় খুব একটা কঠিন হবে না।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।