ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, মার্চ ২০, ২০১২
মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১২ পুলিশ নিহত

ঢাকা : মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে ১২ পুলিশ সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলে গুয়েরিরো রাজ্যের তিলোলোয়াপান শহরে এই হামলার ঘটনা ঘটে।

তিলোলোয়াপান শহরে গত রোববার খুঁজে পাওয়া ১০ শিরশ্ছেদ করা লোকের দেহ খুঁজে বের করার সময় পুলিশ সদস্যদের উপর এই হামলার ঘটনা ঘটে।

সোমবার খুঁজে পাওয়া ওই ১০ শিরশ্ছেদ করা মাথার সাথে দেশটির কুখ্যাত ড্রাগ গ্যাং ল্যা ফ্যামিলিয়ার একটি হুমকি সম্মলিত কাগজও উদ্ধার করা হয়।

বেশকিছু দিন থেকেই দেশটির গুয়েরিরো রাজ্যে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ল্যা ফ্যামিলিয়া এবং নাইটস টেমপ্লার নামের দুর্ধর্ষ দুই দল একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা করে আসছে।

গত রোববার দেশটির মাদক সন্ত্রাসীদের দমনে প্রায় চার হাজার পুলিশ সেনা সদস্য বিখ্যাত পর্যটন এলাকা আকাপুলকো এবং জিহুয়াতানিজোসহ বেশ কয়েকটি শহরে অভিযান পরিচালনা করে। অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটকসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক দ্রব্য।  

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতায় কমপক্ষে ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময় : ০৫৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা : সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।