ঢাকা : মধ্য আমেরিকার অপরাধপ্রবণ রাষ্ট্র হন্ডুরাসে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় লা কেইবা শহরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ জানায়, প্রায় ত্রিশজন বন্দুকধারী লা কেইবা শহরের একটি পুল খেলার স্থানে প্রবেশ করে প্রথমে ছয়জনকে গুলি করে হত্যা করে । পরে তারা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রবেশ করে ১৫ বছর বয়সী এক বালককেও গুলি করে হত্যা করে।
অপরাধ প্রবণতার দিক থেকে হন্ডুরাস পৃথিবীর মধ্যে অন্যতম বিপজ্জনক রাষ্ট্র। জাতিসংঘের হিসেবে বিশ্বের মধ্যে হন্ডুরাসে হত্যাকাণ্ডের হার সব থেকে বেশি।
দেশটির বেশির ভাগ সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক চোরাচালান ও পাচার।
তবে সাম্প্রতিক এই হত্যাকান্ডের উদ্দেশ্য সম্বন্ধে পুলিশ এখনও অন্ধকারেই রয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিরা বিবদমান দু`টি অপরাধী চক্রের আধিপত্য বিস্তারের লড়াইয়ের বলি হয়েছেন।
বাংলাদেশ সময় :০৯৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম