ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু পরিদর্শকদের আমন্ত্রণ জানালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, মার্চ ২০, ২০১২
পরমাণু পরিদর্শকদের আমন্ত্রণ জানালো উত্তর কোরিয়া

ঢাকা : জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের নিজেদের পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রধান পরমাণু আলোচক উত্তর কোরিয়ার তরফে এই প্রস্তাব নিশ্চিত করেন।

এর মাধ্যমে গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো উত্তর কোরিয়া জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের তার পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানালো।

উত্তর কোরিয়ার প্রধান পরমাণু আলোচক রি ইয়োং হো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গতমাসে সম্পাদিত চুক্তি কার্যকর করার উদ্দেশ্যে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

খাদ্য সহায়তা প্রাপ্তির বিনিময়ে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিতে পরমাণু কর্মসূচি স্থগিত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধের শর্ত মেনে নিয়েছিল উত্তর কোরিয়া। একই সঙ্গে জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের পুনরায় নিজেদের পরমাণু স্থাপনায় ঢুকতে দেওয়ার শর্তও মেনে নিয়েছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সাবেক শাসক কিম জং ইলের মৃত্যুর পর পুত্র কিম জং উনের ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যে উত্তর কোরিয়া তরফে এই পরিবর্তন সাধিত হল।

এদিকে উত্তর কোরিয়ার আমন্ত্রণকে নিশ্চিত করেছে ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটি জানিয়েছে সোমবার তারা আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার আমন্ত্রণ হাতে পেয়েছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে পিয়ঙইয়ঙে পরিদর্শক প্রেরণের ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসবে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র গিল টুডোর।

বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।