ঢাকা : রাশিয়ায় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতার উপর থেকে কৌঁসুলিদের নিষেধাজ্ঞার আবেদন নাকচ করে দিয়েছে দেশটির আদালত।
গত বছর দেশটির একটি জেলা নিম্ন আদালতে এ বিষয়ে রুল জারির পর বুধবার দেশটির সাইবেরিয়ান প্রদেশ তোমাস্কের সর্বোচ্চ আদালত এর বিরুদ্ধে রায় প্রদান করেন।
রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের ভারত সফরের প্রাক্কালে কোনো ধরনের কূটনৈতিক সমালোচনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেদভেদেব আগামী সপ্তাহে ভারতে এক ব্যবসায়িক সম্মেলনে যোগ দিতে যাবেন।
এরআগে রাশিয়াতে ভগবত গীতার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের কাছে আবেদন করেছিল দেশটির কৌঁসুলিরা। তাদের মতে গীতার অনুবাদ এবং এর বিবরণী অন্য ধর্ম বিশ্বাসগুলোর প্রতি বিদ্বেষপূর্ণ। তারা রাশিয়াতে গীতার সমস্ত সংস্করণের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।
বিষয়টি ভারতের সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
এদিকে আদালতের এই নতুন রায় নিয়ে তোমাস্কের হরে কৃষ্ণ সোসাইটির আইনজীবী আলেকজান্ডার শেখভ বলেছেন, আমি বিশ্বাস করি এই রায় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, স্বচ্ছ, যৌক্তিক হয়েছে।
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আসলে অভিযোগ ভগবত গীতার বিরুদ্ধে নয় বরং তা ১৯৬৪ সালে লেখা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনুবাদকৃত গ্রন্থের মুখবন্ধ নিয়েই। যা ১৯৮৪ সালে রাশিয়ান ভাষায় অনুবাদ করা হয়।
এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী গত বছর বিষয়টি স্পষ্টত অবান্তর বলে মন্তব্য করেন। এ নিয়ে তিনি জ্যেষ্ঠ রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছিলেন।
শ্রীমত ভগবত গীতা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলোর একটি। এ গ্রন্থে কুরুক্ষেত্রের যুদ্ধে পান্ডব নেতা অর্জুনকে দেয়া হিন্দু দেবতা শ্রীকৃষ্ণ’র উপদেশাবলী লিপিবদ্ধ আছে।
উল্লেখ্য, সোভিয়েত আমল থেকেই রাশিয়ার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এছাড়া ভারত মস্কোর তৈরি অস্ত্রের শীর্ষ ক্রেতা।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা: সুমন মুজমদার, নিউজরুম এডিটর