ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, মার্চ ২১, ২০১২
নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রকে মিয়ানমারের আমন্ত্রণ

ঢাকা : আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছে  মিয়ানমার। স্বৈরাচার পদ্ধতিতে রাষ্ট্র শাসনের জন্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দেশটির এই পদক্ষেপকে পরিস্থিতির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।



ধারণা করা হচ্ছে পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবল থেকে বের হয়ে আসতে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের অংশ হিসেবেই মিয়ানমার যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাব দিয়েছে।
 
মিয়ানমারে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র অ্যাড্রেইন নুজমান আমন্ত্রণপ্রাপ্তির কথা স্বীকার করেছেন। প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ জাতি সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও পর্যবেক্ষক দল পাঠাতে মিয়ানমার আমন্ত্রণ জানিয়েছে বলে জানান তিনি।

ওয়াশিংটন মিয়ানমারের এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে এ সময় জানান তিনি।

এপ্রিলের এই পার্লামেন্ট নির্বাচন গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে মিয়ানমারের আন্তরিকতার একটি বড় পরীক্ষা বলে এর আগে জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

অর্ধশতকের সামরিক শাসনে এই প্রথমবার কোনো নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানালো মিয়ানমার।

বাংলাদেশ সময় : ২২০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।