ঢাকা: কান্দাহারে গত মাসে রবার্ট ব্যালেস নামে মার্কিন সেনার এলোপাতাড়ি গুলিতে নিহত ১৭ আফগান নাগরিকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওই ঘটনায় নিহতদের জনপ্রতি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার ও আহতদের ১০ হাজার ডলার দেয়া হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তান কর্মকর্তা ও বিভিন্ন স্থানীয় গোত্র প্রধানেরা।
রোববার কান্দাহার গভর্ণরের অফিসে মার্কিন ও ন্যাটো নিয়ন্ত্রিত ইসাফ বাহিনীর কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে এই ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হয়।
সভায় এই ক্ষতিপূরণের টাকা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে নিহতদের পরিবারকে দেয়া হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার ১৭ আফগান নাগরিককে হত্যার জন্য মার্কিন সেনা রবার্ট ব্যালেসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর