ঢাকা: আফগান নিরাপত্তা বাহিনী তাদের হামলার প্রধান লক্ষ্য বলে জানিয়েছে তালিবানরা।
সম্প্রতি উত্তর আফগানিস্তানের তালিবান কমান্ডার মোল্লা দোরান আন্তর্জাতিক একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে এ কথা জানান।
সাক্ষাতকারে মোল্লা দোরান জানান, এখন তাদের সংগঠনের প্রধান লক্ষ্য আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং এর পরে মার্কিন বাহিনী।
দোরান আফগান বাহিনী সম্পর্কে আরো বলেন, আমরা তাদের বহুবার ক্ষমা করে দিয়েছি। নানান সময় নানা যুদ্ধে আমরা তাদের প্রতি দয়ালু থেকেছি। তখন আমরা হামলার জন্য মার্কিন বাহিনীকেই প্রাধাণ্য দিতাম।
কিন্তু আফগান বাহিনী আমাদের নমনীয়তাকে দুর্বলতা ভেবেছে। তাদের হামলায় আমাদের ক্ষয়ক্ষতি দিনদিন বাড়ছে। তাই এখন তারাই তালিবানদের এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে তালিবান হামলায় বেশ কিছু আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছে। গত ৩০ মার্চও দেশটিতে একজন সহকর্মীর গুলিতে ৯ পুলিশ সদস্য নিহত হয়। নিরাপত্তা সদস্যরা ওই হামলার জন্যও তালিবানদের দায়ি করে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর