ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারত সফরে জারদারি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, এপ্রিল ৮, ২০১২
ভারত সফরে জারদারি

ঢাকা: পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারত সফরে যাচ্ছেন। গত সাত বছরে এই প্রথম পাকিস্তানি কোনো রাষ্ট্রপ্রধান দিল্লি সফর করছেন।



রোববার স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লির বিমানবন্দরে জারদারিকে বহনকারী প্লেনটির অবতরণের কথা রয়েছে। ব্যক্তিগত সফরে জারদারি আজমির শরিফে সুফি দরবেশ মইনুদ্দিন চিশতির মাজারে যাচ্ছেন।

সফর ব্যক্তিগত হলেও বিশ্লেষকরা আশা করছেন, এতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।

রাজস্থানের আজমিরে মাজারে যাওয়ার আগে প্রেসিডেন্ট জারদারি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সরকারি কর্মকর্তারা বলছেন, ২০০৮ সালে মুম্বাই হামলার পর শান্তি আলোচনা ভেস্তে গেলে সেই দ্বিপক্ষীয় সম্পর্ক আবার ক্রমেই জোরদার হচ্ছে।

তবে কাশ্মীর ও ভারতের পাকিস্তানি জঙ্গি তৎপরতায় দেশ দুটির মধ্যে এখনো উত্তেজনা বিরাজ  করছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।