ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালিতে সেনা বিদ্রোহ : সরকার উৎখাতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, মার্চ ২২, ২০১২
মালিতে সেনা বিদ্রোহ : সরকার উৎখাতের দাবি

ঢাকা : আফ্রিকা মহাদেশে অবস্থিত রাষ্ট্র মালিতে বুধবার সেনা বিদ্রোহ সংঘটিত হয়েছে। রাজধানী বামাকোতে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র দখল করে প্রচারিত বিবৃতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে বিদ্রোহী সেনারা।



বিদ্রোহের শুরুতে বিদ্রোহী সেনারা দেশটির প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বিদ্রোহীদের মুখপাত্র জানিয়েছেন,‘ সংবিধান স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন থেকে বিলুপ্ত। ’

সরকারের প্রতি বিদ্রোহী সেনাদের অভিযোগ, বিদ্রোহী তুয়ারেগদের বিরুদ্ধে লড়ার জন্য সরকার সেনাবাহিনীকে পর্যাপ্ত অস্ত্রে সজ্জিত করেনি।

বিদ্রোহীদের মুখপাত্র লে. আমাদো টেলিভিশনে দেওয়া বিবৃতিতে জানান, তারা বর্তমান প্রেসিডেন্ট আমাদো তোমানি তুরের ‘অযোগ্য’ শাসন অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছেন।

তুয়ারেগ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে সরকারের দুর্বল অবস্থানের নিন্দা জানিয়ে বিদ্রোহীরা সেনারা এসময় দাবি করে, তারা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত করবেন। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট তুরের তরফে এখনও কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বুধবার মালির প্রতিরক্ষা মন্ত্রীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় এই বিদ্রোহের সূত্রপাত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

এদিকে বিদ্রোহীদের সঙ্গে সরকার অনুগত সেনাদের লড়াই চলছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বুধবার সারাদিনই রাজধানী বামাকোতে গুলির আওয়াজ পাওয়া যায়। অনেক সাঁজোয়া যানবাহনকে এসময় প্রেসিডেন্ট প্রাসাদ রক্ষা করতে এগিয়ে যেতে দেখা যায়। প্রেসিডেন্ট প্রাসাদ এখনও সরকার অনুগতদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রাসাদ রক্ষীদলের এক সদস্য।

এদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স বিদ্রোহী সেনা এবং সরকার উভয়পক্ষকেই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে।

মালিতে আগামী অল্প কিছু দিনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে নির্বাচন অনিশ্চিত হয়ে গেল বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময় : ১২৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।