ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রক্ত পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৭, মার্চ ২২, ২০১২
রক্ত পরীক্ষায় জানা যাবে হার্ট অ্যাটাকের পূর্বাভাস

ঢাকা : রক্ত পরীক্ষা করেই ভবিষ্যতে কারো হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার আভাস পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, হার্ট অ্যাটাকের রোগীদের শরীরে অস্বাভাবিক গঠনের রক্তকণিকা থাকে।

আর এগুলোই ভবিষ্যৎ হার্ট অ্যাটাকের আভাস প্রায় নির্ভুলভাবে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের স্ক্রিপস ট্রান্সলেশন সায়েন্স ইনস্টিটিউটের (এসটিএসআই) গবেষকরা দেখেছেন, হার্ট অ্যাটাকের রোগীদের এনডোথেলিয়াল রক্তকোষ অস্বাভাবিক বড়, অনেকটা বিকৃত এবং কখনো কখনো এদের একাধিক নিউক্লিয়াস থাকে।

রক্ত কণিকার এ ধরনের গঠন ভবিষ্যৎ হার্ট অ্যাটাকের আগাম বার্তা দেয়।

উল্লেখ্য, হার্ট অ্যাটাকের সম্ভাব্য কারণ হিসেবে চিকিৎসকরা- ধূমপান, মুটিয়ে যাওয়া, উচ্চ মাত্রার কোলেস্টেরল, ডায়াবেটিস এসব আরো কিছু কারণ উল্লেখ করেছেন। এসব ব্যাপারে সাবধান হলে হয়ত হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা কমানো সম্ভব। কিন্তু এর আগে হার্ট অ্যাটাক হওয়ার আগাম বার্তা দেওয়ার কোনো কৌশল কেউ উদ্ভাবন করতে পারেননি।

এসটিএসআই জানিয়েছে, তারা সান দিয়েগো, ক্যালিফোর্নিয়ায় হার্ট অ্যাটাকের কারণে জরুরি চিকিৎসা কেন্দ্রে রাখা ৫০ রোগীর মধ্যে পরীক্ষা চালান এবং সবার দেহে ওই অস্বাভাবিক গঠনের রক্তকোষ দেখতে পান।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়। দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের হিসেব অনুযায়ী, প্রতি বছর গড়ে ৮০জন মারা যায় এই সমস্যায়।

বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।