ঢাকা : রাণীর খেদমতের জন্য খানসামা আবশ্যক। আগ্রহী প্রার্থীকে হতে হবে শিক্ষিত, মার্জিত, রুচিবান এবং বিচক্ষণ।
এ হল খোদ ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্য শিক্ষানবিস খানসামা পদে দরখাস্ত চেয়ে রাণীর ব্যক্তিগত ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞাপন।
আগ্রহী প্রার্থীর কাজের পরিধি উল্লেখ্য করা হয়েছে- রাণীর বাসভবন ব্যাকিংহাম প্যালেস। সেই সঙ্গে তাকে স্কটল্যান্ডে ব্যালমোরাল দুর্গ, উইন্ডসোর ও স্যানড্রিংহামেও কাজ করতে হতে পারে বলে উল্লেখ্য করা হয়েছে।
খানসামাকে কাজ করতে হবে প্রতি সপ্তাহে ৪৫ ঘণ্টা করে। আর এর জন্য তাকে বছরে বেতন দেওয়া হবে ১৫ হাজার পাউন্ড। বেতনে পরিমাণ কম হলেও অতিরিক্ত অনেক সুযোগ-সুবিধা থাকবে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যভুক্ত দেশের জাতীয়তা এবং ইংরেজিতে ভালো দখল থাকতে হবে।
এ ব্যাপারে রাণীর ওয়েবসাইটে আরো বিস্তারিত জানা যাবে। অবশ্য লন্ডন শহর অথবা গিল্ডস থেকে ভিক্টোরিয়ান স্টান্ডার্ড সার্ভিস জানা বাটলারিং এর ওপর ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
সম্পাদনা : সুমন মজুমদার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর