ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুরস্কে ৬ পুলিশসহ ৭ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, মার্চ ২২, ২০১২
তুরস্কে ৬ পুলিশসহ ৭ বিদ্রোহী নিহত

ঢাকা : তুরস্কের কুর্দি অধ্যুষিত বিচ্ছিন্নতা প্রবণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকায় কুর্দি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ছয় তুর্কি পুলিশ অফিসারসহ সাত বিদ্রোহী নিহত হয়েছেন।

বুধবার থেকে কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে সিরনাক প্রদেশের মাউন্ট কুর্দির নিকটবর্তী এলাকায় ব্যাপক অভিযান শুরু করে তুর্কি নিরাপত্তা বাহিনী।

অভিযানে হেলিকপ্টার গানশিপ ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নতুন এই সহিংসতা কুর্দিশ নতুন বছর ‘নওরোজ’কে সামনে রেখে সংঘাতপ্রবণ এই অঞ্চলের অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিদ্রোহীদের হামলায় নিহত অফিসারদের মধ্যে পাঁচ জন মারা যায় বুধবার। বাকি একজন বৃহস্পতিবার নিহত হন বলে নিশ্চিত করেছে নিরাপত্তা কর্মকর্তারা।

অভিযানে এক বিদ্রোহী যোদ্ধাকে আটক করা হয়েছে বলে দাবি করে তুর্কি কর্তৃপক্ষ। তুর্কি সামরিক বাহিনী এবং পুলিশের বিশেষ বাহিনী যৌথভাবে এই ‍অভিযানে অংশ নিচ্ছে জানিয়েছে সংবাদমাধ্যম।

এদিকে নওরোজকে সামনে রেখে তুরস্কে নতুন করে তুর্কিবিরোধী বিক্ষোভ শুরু করেছে কুর্দিরা। রোববার দক্ষিণ পুর্বাঞ্চলীয় শহর দিয়ার বাকিরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। পরবর্তীতে এই বিক্ষোভ অন্যান্য কুর্দি শহরেও ছড়িয়ে পড়ে।

পিকেকে যোদ্ধারা সাম্প্রতিক সময়ে তুর্কি বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ‘পিকেকে’ এই অঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলো নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র কায়েমের জন্য ১৯৮৪ থেকে সশস্ত্র লড়াই শুরু করে। সেই থেকে সংঘাতে এখন পর্যন্ত প্রায় দশ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

বাংলাদেশ সময় : ১৮৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুমে এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।