ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পুলিশি অভিযানে ‘তুলুজের খুনি’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, মার্চ ২২, ২০১২
পুলিশি অভিযানে ‘তুলুজের খুনি’ নিহত

ঢাকা : তুলুজের সন্দেহভাজন হত্যাকারী পুলিশের অভিযানে নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ফরাসি কর্তৃপক্ষ। তিন শিশু ও তিন সেনাসহ সাত জনকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করতে তুলুসের একটি অ্যাপার্টমেন্টে বুধবার অভিযান শুরু করে ফরাসি পুলিশ।

অবশেষে অবরোধের ৩৬ ঘণ্টা পরে সন্দেহভাজন খুনির মৃত্যুর মধ্য দিয়ে যবনিকাপাত ঘটে রুদ্ধশ্বাস এই অভিযানের।

অভিযুক্ত ব্যক্তি পুলিশের আত্মসমর্পণ আহ্বান প্রত্যাখ্যান করায় পুলিশ অ্যাপার্টমেন্টে জোর করে প্রবেশ করে। এ সময় সেখান থেকে গোলাগুলির ব্যাপক আওয়াজ শুনতে পাওয়া যায়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান পুলিশ যখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তখন মোহাম্মদ মেরাহ নামের সন্দেহভাজন ওই হত্যাকারী বাথরুমে আশ্রয় নিয়ে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ তাকে বাথরুমে কোণঠাসা করে ফেললে সে তার হাতের অস্ত্র থেকে গুলি ছুড়তে ছুড়তে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। অবশেষে তাকে মাটি থেকে মৃত অবস্থায় আবিষ্কার করে পুলিশ।

ফ্রান্সে গত দুই সপ্তাহে তিনটি পৃথক হামলার ঘটনায় তিন সেনা ও তিন ইহুদি শিশুসহ ৭ ব্যক্তিকে হত্যার জন্য মেরাহকে দায়ী করে ফরাসি পুলিশ।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।