ঢাকা : বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে উত্তর কলকাতার হাতিবাগান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কলকাতা দমকল বাহিনীর ৩২টি ইউনিট দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে কর্তৃপক্ষ জানায়।
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর জানা যায়নি।
হাতিবাগান মার্কেটকে কলকাতার অন্যতম পুরাতন ঘিঞ্জি মার্কেট হিসেবে বিবেচনা করা হয়। এখানে গা ঘেঁষাঘেঁষি করে প্রায় ১ হাজার দোকান ও গোডাউন অবস্থিত। মার্কেটটির পাশে জনবহুল আবাসিক এলাকা থাকায় আগুনের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একজন দমকলকর্মী জানান, মার্কেটটি কোনো ধরনের নিয়মশৃঙ্খলা ছাড়াই গড়ে উঠেছে। অনেক বছর ধরেই এখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিরাজ করলেও এতদিনেও প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা এখানে নেওয়া হয়নি।
বাংলাদেশ সময় : ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর