ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

‘কান্দাহার ম্যাসাকার’: দায়ী মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, মার্চ ২৩, ২০১২
‘কান্দাহার ম্যাসাকার’: দায়ী মার্কিন সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা : কান্দাহার হত্যাকাণ্ডের জন্য দায়ী মার্কিন সেনাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে । মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীতে কর্মরত স্টাফ সার্জেন্ট রবার্ট বেলসকে কান্দাহারে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

গত ১১ মার্চ সংঘটিত ওই হত্যাকাণ্ডে ১৭ জন বেসামরিক আফগান গ্রামবাসী নিহত হন। নিহতদের মধ্যে অধিকাংশই ছিলো নারী, শিশু ও বৃদ্ধ।

৩৮ বছর বয়সী ওই অভিযুক্ত মার্কিন সেনাকে এই ঘটনার পরপরই কান্দাহার থেকে কুয়েতে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে অভিযুক্ত ওই সেনা যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি মার্কিন সামরিক কারাগারে আটক রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানিয়েছে, তাকে যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থিত ফোর্ট লেভানওয়ার্থ সামরিক ঘাঁটির সামরিক ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

এদিকে অভিযুক্তের আইনজীবী দাবি করেছেন, হত্যাকাণ্ডের জন্য তার মক্কেলকে দায়ী করার মত তেমন কোন প্রমাণ নেই। এর আগে তিনি বলেছিলেন, হত্যাকাণ্ড সংঘটনের রাতে অভিযুক্ত সেনা মদ্যপ অবস্থায় ছিলেন।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কাবুলের কারজাই সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। হত্যাক‍াণ্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট হামিদ কারজাই ন্যাটো বাহিনীকে দ্রুত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার তাগাদা দেন। ঘটনার প্রতিক্রিয়ায় তালেবানরা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতে থাকা সব আলোচনা স্থগিত করেছে।

মার্কিন আদালতের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অভিযুক্তের বিচার সম্পন্ন হতে এ বছর পার হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আফগানরা দোষী মার্কিন সেনার দ্রুত ও উপযুক্ত বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।