ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

আফগান তরুণী হাতে লিখলেন পূর্ণ কোরঅান

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
আফগান তরুণী হাতে লিখলেন পূর্ণ কোরঅান

মহান আল্লাহতায়ালা তার বান্দাদের নানামুখী প্রতিভা দিয়েছেন। এই প্রতিভার বিকাশ অনেকেই অনেকভাবে ঘটিয়ে থাকনে।

কেউ আবার পারেন না। যারা প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হন পৃথিবী তাদের স্মরণীয় করে রাখে তাদের কর্মের কারণে।

আফগানিস্তানের মারইয়াম আতাই তাদেরই একজন। ১৯ বছর বয়সী এই তরুণী গড়লেন এক অনন্য নজির। নিজ হাতে পূর্ণ কোরআনে কারিম লিখে তাক লাগিয়ে দিলেন সবাইকে। আরবি ভাষার যাবতীয় নিয়ম-নীতি মেনেই তবে তিনি কোরআনে কারিমখানা লিখে শেষ করেছেন। তার হাতের লেখাও বেশ চমৎকার।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের বাসিন্দা মারইয়াম আতাই। পূর্ণ কোরআন শরিফ লিখতে সে সময় নিয়েছে প্রায় তিন বছর। তার এই কাজ শেষ হয়েছে চলতি রমজান মাসের কয়েকদিন আগে। টুকটাক কিছু কাজ এখনও বাকী। মারইয়ামের প্রত্যাশা অচিরেই এটা স্থানীয় কোনো প্রদশর্নীতে দেখা যাবে।

-এআরওয়াই নিউজ অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘন্টা, জুলাই ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।