ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

সাঁতরে পবিত্র কাবা তওয়াফকারী এক কিশোরের কথা

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
সাঁতরে পবিত্র কাবা তওয়াফকারী এক কিশোরের কথা

পবিত্র কাবা শরিফ পানিতে ডুবে গেছে, আর এক কিশোর সাতার কেটে তওয়াফ করছে, বানের পানির হালকা ঢেউয়ে ভেসে আছে ওই কিশোরের মুখ, ৭৪ বছর পুরনো সাদাকালো এই ছবিটি যিনিই দেখেছেন তিনিই অবাক হয়ে তাকিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেছেন ছবিটি।

এবার খুলেই বলি, ১৯৪১ সনে একাধারে ৭ দিন বৃষ্টির ফলে ৬ফুট পানি জমে গিয়েছিলো কাবার চারপাশে।

তখন বাহরাইনের ১২ বছর বয়সী শেখ আল আওয়াদী (Sheikh Al Awadi) তখন মক্কায় পড়ালেখার সুবাদে থাকেন। সেই ওই ঘটনার মূল নায়ক ও সম্ভবত আমাদের জানা পৃথিবীর একমাত্র ব্যক্তি যে সাঁতরে পবিত্র কাবা শরিফ তওয়াফ করেছেন।

২০১৩ সনে কুয়েত আল রাই টেলিভিশনে ওই ঘটনার স্মৃতিচারণ করে বলেন, বন্যার পানিতে মানুষ, যানবাহন, আর গবাদি পশু ভেসে যেতে দেখেছি। ৭ দিন পর বৃষ্টি থামলে আমার ভাই হানিফ, বন্ধু মোহাম্মদ আল তাইয়িব, আলী সাবিত, হাসিম আল বার ও আমাদের শিক্ষক আবদুর রউফ মিলে কাবা শরিফের বন্যা পরিস্থিতি দেখতে যাই।

বাচ্চারা পানি দেখলে যা করে আমরাও তাই করলাম, মাথায় আসলো সাঁতরিয়ে তওয়াফ করবো। যা ভাবা তাই, আমরা চারজন পানিতে নেমে পড়লাম। পুলিশ হই হই করে উঠলো, আমরা কালো পাথর (হাজরে আসওয়াদ) চুরি করার নিয়তে পানিতে নেমেছি ভেবে। পুলিশের তাড়া খেয়ে অন্য বন্ধুরা উঠে গেলেও আমি সাঁতরাতে সাঁতরাতে পুলিশকে বোঝাতে চেষ্টা করলাম, আমি শুধু সাঁতরে তওয়াফ করব ৭ বার, পুলিশ তাদের স্বভাব সুলভ খবরদারী করেই চলছিলো। কিন্তু আমি না থেমে তওয়াফের কাজ চালু রাখি।

শেখ আল আওয়াদী বলেন, ‘আমার ভয় হচ্ছিলো যে- পুলিশ না আমাকে গুলি করে বসে। আবার আনন্দ হচ্ছিলো এটা ভেবে যে, পৃথিবীতে সম্ভবত কেউ এভাবে কাবা প্রদক্ষিণ করেনি, আমিই প্রথম। তাই ভয় আর আনন্দের মিশ্র অনুভুতি নিয়ে আমি কাবার চারপাশে সাঁতেরে চললাম। পুলিশ তার কাজ করল, আমি অামার কাজ করলাম। ’

শেখ আল আওয়াদী আরও বলেন, আমি যেহেতু মক্কায় অধ্যয়নরত ছিলাম, তাই ত‍ৎকালীন মক্কার অনেক বয়স্কদের কাছে জানতে শুনেছি, তারা বলেছেন, এর আগে এমন বন্যার পানি আগে দেখেননি।

সত্যি কথা বলতে কী, আমি ওই তওয়াফের বিষয়টি ভুলে যাই। আমার কল্পনাতেও ছিল না, কেউ ওই সময় এর ছবি তুলে রেখেছে, বলছিলেন শেখ আল আওয়াদী। তার ছেলে আবদুল মজিদ ২০ বছর আগে হজ করতে গিয়ে দেখেন কাবা শরিফের কিছু দূর্লভ ছবি বিক্রি হচ্ছে, সেখানে বন্যা কবলিত কাবার ছবিটিও ছিল। ছবিতে থাকা লোকটির চেহারারা সঙ্গে আমার কিছুটা মিল থাকায় সে ছবির পোস্টারটি আমার জন্য উপহার হিসেবে কিনে আনে। এরপর কীভাবে যেন প্রচার হতে থাকে কাবা সাঁতরানো লোকটি আমি।

২০১৫ সনের ১৬ মে ৮৬ বছর বয়সে শেখ আল আওয়াদি বাহরাইনে ইন্তেকাল করেন। তার অমর এই কীর্তি এখনও গণমাধ্যমসহ অনেকের কাছে বিস্ময় হয়ে আছে।

-দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও সউদি গেজেট অবলম্বনে

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘন্টা, জুলাই ২৭, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।