ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মুসলিম উম্মাহর হজ পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
মুসলিম উম্মাহর হজ পালন লাখো মানুষের হজ পালন

মক্কা (সৌদি) থেকে: সৌদি আরবের মক্কায় ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদে নামিরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে পবিত্র হজ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) হজ সম্পন্ন হয়। হজের প্রধান উকুফে আরাফায় প্রায় ২০ লাখ হজ পালনকারী আরাফাতের ময়দানে সমবেত হন।

ধবধবে সাদা ইহরাম কাপড় পরা মুসল্লিরা জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন।  

এবার বাংলাদেশ থেকে আসা এক লাখ ২৭ হাজার ২২৯ জন হাজি হজ পালন করেন। বাংলাদেশসহ ১৭২টি দেশের মুসলমানরা হজে অংশ নেন।  

এই দিনকে বলা হয় আরাফাত দিবস। আরাফাহ ও আরাফাত এই দুই শব্দই আরবিতে প্রচলিত। এই ময়দান দৈর্ঘ্যে দুই মাইল, প্রস্থেও দুই মাইল। এই বিরাট সমতল ময়দানের নাম আরাফাত। ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত।

৯ জিলহজ সকাল থেকে পুরুষ হাজিরা উচ্চস্বরে তাকবির পাঠ করবেন, নারীরা তাকবির পাঠ করবেন নিম্ন আওয়াজে। তাকবির হলো, ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ’ ১৩ জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবির বলা ওয়াজিব।

ভেদাভেদ ভুলে এক আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ২০ লাখ হাজি যোগ দিয়েছেন এ বছরের হজে। হাজিদের বিভিন্ন রকম সেবা দিতে কাজ করছে সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো।

আরাফাতের ময়দানে অবস্থানের ফজিলত

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।