ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ

ঢাকা: হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ জুলাই থেকে ২০১৯ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট শুরু হচ্ছে। ইতোমধ্যে সৌদি সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের ভিসা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।

 

ভিসা গ্রহণ কার্যক্রম তদারকি, সমন্বয় ও ত্বরান্বিত করার সুবিধার্থে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আগামী ৪ থেকে ১৫ জুলাই পর্যন্ত সব ফ্লাইটের হজযাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

রাজধানীর আশকোনায় হজ অফিসের পরিচালক এবং কারওয়ান বাজারের বিজনেস অটোমেশন লিমিটেড বরাবর আগামী ২৮ জুলাইয়ের মধ্যে prp@hajj.gov.bd, morahajsection@gmail.com পাঠানোর জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এমআইএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।