ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের ‍অভিনব আবিষ্কার

প্রয়োজন ফুরানোর ‍কারণে বহিষ্কার!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
প্রয়োজন ফুরানোর ‍কারণে বহিষ্কার! হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: প্রয়োজন ফুরিয়ে গেছে, সে কারণেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 
করিম উদ্দিন ভরসার অব্যাহতি প্রসঙ্গে এমন কারণই উল্লেখ করেছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির প্রবীণ এই নেতার প্রাথমিক সদস্য পদসহ পার্টির সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

করিম ভরসা রংপুর-৪ আসন থেকে থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক মঙ্গলবার (২৯ মার্চ) এ সিদ্ধান্ত নিয়েছেন- যা অবিলম্বে কার্যকর হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।