ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয় পার্টি

সাবেক এমপি রাজ্জাক খানের মৃত্যুতে এরশাদের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, জুন ১৬, ২০১৬
সাবেক এমপি রাজ্জাক খানের মৃত্যুতে এরশাদের শোক

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার (১৬ জুন) এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে তিনি মরহুম রাজ্জাক খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আরও শোক জানিয়েছেন, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বৃহস্পতিবার ভোরবেলা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন রাজ্জাক খান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজ্জাক খান দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।