ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন এরশাদ সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন এরশাদ-ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে শাহজালাল ও মানিক পীরের (র.) মাজার জিয়ারত করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত  হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে শনিবার (০৪ মার্চ) দুপুরে নভোএয়ারে একটি ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

মাজার জিয়ারত শেষে তিনি সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়ার ঝেরঝেরি পাড়া এলাকার বাসায় যান।

সেখানে তিনি ইয়াহিয়া চৌধুরীর বাবার মৃত্যুতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সিলেট জাপা নেতা বশির আমহদ লস্কর। তিনি বলেন, বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

মূলত জাপার সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরীর বাবার মৃত্যুতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিতে সিলেটে আসেন এরশাদ।

বুধবার (০১ মার্চ) নিজ বাসায় ইন্তেকাল করেন ইয়াহিয়া চৌধুরীর বাবা অ্যাডভোকেট আব্দুল হাই।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এনইউ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।