ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে এরশাদের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মার্চ ২৫, ২০১৮
স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে এরশাদের অভিনন্দন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো)

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (২৫ মার্চ) বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার‌্যালয় থেকে পাঠানো এক বাণীতে দেশবাসীকে এ অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি।

বাণীতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ত্রিশ লাখ মানুষের জীবন এবং লাখো মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তার সুফল দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

আমাদের স্বাধীনতার এই বীর গাঁথা ইতিহাস যুগ যুগ ধরে দেশের আপমর জনগণকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করবে।

অভিনন্দন বাণীতে জাতীয় জীবনের এ শুভ মুহুর্তে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, বীর মুক্তিযোদ্ধাসহ সবার ঐক্য কামনা করে স্বাধীনতার চেতনায় উদ্ভুদ্ধ হয়ে সবাইকে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক রাষ্ট্রপতি এরশাদ।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।