ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয় পার্টি

চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, সেপ্টেম্বর ২৩, ২০১৮
চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ফটো

ঢাকা: নিয়মিত চেক-আপের জন্য পাঁচদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ০০৮৪) একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

চিকিৎসা শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশে বিমানের (বিজি ০০৮৫) একটি ফ্লাইটে দেশে ফিরে আসবেন এরশাদ।

এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) মো. খালেদ আখতার।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।