ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

‘পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
‘পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’

রংপুর: পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে রংপুরে এসে পল্লীনিবাসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহণ ধর্মঘট শুরু করেছে।

মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এতে সড়কে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সমাধান জরুরি। কিছু মানুষের কাছে জনগণ জিম্মি থাকতে পারে না। এটা সরকারের জন্য চ্যালেঞ্জ। যেকোনো মূল্যে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে সরকার কারও কাছে জিম্মি নয়। সরকারের ব্যর্থতার চিত্র দিন দিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে।

এসময় পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জিএম কাদের বলেন, শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েই চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই এই পরিস্থিতি।

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পল্লীনিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।