ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ১৩, ২০১৬
আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে স্বাগত জানালো কান। দক্ষিণ ফ্রান্সের শহরটিতে এসে পৌঁছালেন তিনি।

লরিয়াল প্যারিসের দূতিয়ালি করাই তার মূল উদ্দেশ্য।

এর ফাঁকে শনিবার (১৪ মে) নিজের অভিনীত সর্বজিৎ-এর প্রদর্শনীতে অংশ নেবেন অ্যাশ। ছবিটির প্রচারমূলক কাজে ব্যস্ত থাকবেন বলে কানে এবার এইডস তহবিল সংগ্রহের জাঁকালো অনুষ্ঠান আমফার গালায় অংশ নেবেন না ৪২ বছর বয়সী এই তারকা। ওমাঙ কুমার পরিচালিত ছবিটিতে ভারতীয় কৃষক সর্বজিৎ সিংয়ের বোন দালবির কৌরের ভূমিকায় দেখা যাবে তাকে।
 

একমাত্র কন্যাসন্তান আরাধ্যকে নিয়েই কানে এসেছেন অ্যাশ। এ নিয়ে তিন বছর মায়ের সঙ্গে চলচ্চিত্রের তীর্থশহরে এলো সে। ওর নানি বৃন্দা রাইও আছেন সঙ্গে। তারা ভারত থেকে নিস বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন বৃহস্পতিবার (১২ মে)।
 

কানে মা ও মেয়েকে নিয়ে ঐশ্বরিয়া উঠেছেন উৎসবের পার্টনার হোটেল মার্টিনেজে। শুক্রবার সন্ধ্যায় লালগালিচায় দেখা দেবেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। পরদিনও তিনি পা মাড়াবেন এখানে। এ নিয়ে ১৫ বার কান উৎসবে এলেন এই সুন্দরী। ভারতের আর কোনো অভিনেত্রীর এই রেকর্ড নেই। সহসা আর হবেও না!

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ১৩, ২০১৬
জেএইচ/আইএ

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ