ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

লালগালিচায় তোলা ছবির দাম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ২১, ২০১৬
লালগালিচায় তোলা ছবির দাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে : কান উৎসবের টকটকে লালগালিচায় ঝলমলে পোশাক পরে হেঁটে চলেন বিশ্ব চলচ্চিত্রের তারকা-মহাতারকারা। এখানে তাদের ছবি তোলার সুযোগ পায় খুব কম সংবাদমাধ্যম ও আলোকচিত্রী।

উৎসবে আমন্ত্রিত আলোকচিত্রীরা চাইলে সংবাদ সম্মেলন কিংবা এখানে-সেখানে ছবি তুলতে পারেন। কিন্তু লালগালিচায় আসার জন্য তাদেরকে আলাদাভাবে প্রেস অডিও ভিজ্যুয়াল বিভাগে নাম নিবন্ধন করতে হয় রোজ। নিবন্ধিত হলেই প্রবেশের অনুমতি মেলে না। এজন্য ভাগ্যও থাকতে হয়!

ফলে লালগালিচায় তোলা তারকাদের ছবি নিঃসন্দেহে দুর্লভ আর দামি। কতোটা দামি তার উদাহরণ পাওয়া যায় আয়োজকদের অনুমোদিত ছবি বিক্রির স্টলে। প্যালে ডি ফেস্টিভ্যাল ভবন থেকে বেরিয়ে সাগরপাড়ে দিকে যেতে শুরুতেই চোখে পড়ে এই অস্থায়ী দোকান।

দোকানের ভেতরে মোবাইল দিয়ে ছবি তোলা বারণ। এখানে শুক্রবার (২০ মে) ঢুকে দেখলাম উদ্বোধন থেকে শুরু করে প্রতিদিনের লালগালিচার ছবি তারিখ অনুযায়ী সাজানো আছে। কিন্তু মূল্য তালিকায় তাকাতেই ভ্রু উঠে গেলো কপালে!

ছোট আকারের একটি ছবির জন্য নেওয়া হচ্ছে ২৫ ইউরো। বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকারও বেশি। মাঝারি আকারের প্রতিটির মূল্য ৩০ ইউরো ( বাংলাদেশি টাকায় আড়াই হাজারেরও বেশি)। আর একটু বড় আকারের ছবি নিতে গেলে গুনতে হবে ৪০ ইউরো করে ( বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন হাজার টাকারও বেশি)।

শুধু ছাপা ছবিই নয়; ইমেইল, সিডি কিংবা পেনড্রাইভে চাইলেও এখান থেকে লালগালিচায় তারকাদের পায়চারির ছবি নেওয়া যায়। এজন্য প্রতিটি ছবির বেলায় লাগবে ৩০ ইউরো।

আয়োজকদের স্টলই নয়, সাগরপাড় দিয়ে হেঁটে পাঁচতারকা হোটেল মার্টিনেজের দিকে যেতে দেখলাম এক বৃদ্ধ এবারের ও গত আসরের লালগালিচার ছবির পসরা সাজিয়ে বসেছেন। এখানে অবশ্য দাম নাগালের মধ্যে- মাত্র ৫ ইউরো। এ দোকানে যদিও ভিড় তেমন নেই। যতোটা দেখেছি আয়োজকদের ছবির স্টলে।

** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলাদেশ সময় : ১৯২৬ ঘণ্টা, মে ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ