ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কান উত্সব ২০১৬

লাক্স-কান কথা

জিতে গেলো সাদাকালো যুগের প্রেম

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
জিতে গেলো সাদাকালো যুগের প্রেম

কান (ফ্রান্স) থেকে: কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরে আনসার্টেন রিগার্ড বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ফিনল্যান্ডের পরিচালক জুহো কুয়োসমানেনের ‘দ্য হ্যাপিয়েস্ট ডে ইন দ্য লাইফ অব অলি মাকি’।

শনিবার (২১ মে) সন্ধ্যা ৭টায় প্যালে ডি ফেস্টিভ্যাল ভবনের সাল দিবুসিতে এ বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবিটির গল্প বক্সার অলি মাকিকে ঘিরে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার সমূহ সম্ভাবনা আর সুযোগ হাতের নাগালে থাকার পরেও রাইজার নামের এক তরুণীর প্রেমে বিহ্বল হয়ে পড়েন তিনি। গল্পের সময়কাল ১৯৬২ সাল। তাই এর রঙ সাদাকালো। ফিনিশ ভাষায় নির্মিত ছবিটির ব্যাপ্তি ১ ঘণ্টা ৩২ মিনিট।

আনসার্টেন রিগার্ড বিভাগে নির্বাচিত অন্য ১৭টি ছবির চেয়ে অলি মাকির প্রেমেই বিচারকরা বেশি মজেছেন। বিচারকদের প্রধান ছিলেন সুইজারল্যান্ডের বর্ষীয়ান অভিনেত্রী মার্থা কেলার। তিনি ঘোষণা করেন সেরা ছবির নাম। এ সময় মঞ্চে আরও ছিলেন- মার্থার নেতৃত্বে কাজ করা বিচারক প্যানেলের সদস্য অস্ট্রিয়ান নারী নির্মাতা জেসিকা হসনার, মেক্সিকান অভিনেতা ডিয়েগো লুনা, সুইডিশ পরিচালক রুবেন ওস্টলান্ড ও ফরাসি অভিনেত্রী সেলিন স্যালে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো।

পুরস্কার পেয়ে বিস্ময় প্রকাশ করেন জুহো। কারণ এটাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র। তিনি বলেছেন, ‘আমি খুব অবাক ও খুশি’। তার ‘দ্য পেইন্টিং সেলারস’ ২০১০ সালে কান উৎসবে সিনেফন্ডেশন বিভাগের প্রথম পুরস্কার জিতেছিল।

জুরি প্রাইজ জিতেছে ফুকাদা কোজি পরিচালিত জাপানি ছবি ‘হারমোনিয়াম’। সেরা পরিচালক হয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাট রস (ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক)। ‘দ্য স্টপওভার’ ছবির জন্য চিত্রনাট্যের পুরস্কার উঠেছে ডেলফিন কুলিন ও মুরিয়েল কুলিনের হাতে। বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে মাইকেল ডুডক ডি উইটকে। তার অ্যানিমেটেড ছবি ‘দ্য রেড টার্টেল’ এবারের আসরে দারুণ প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ২২, ২০১৬
জেএইচ/আইএ

** ফিপরেস্কি জিতে স্বর্ণপামের সম্ভাবনা

** আসগর ফারহাদির ইরান ও কানে ফেরা

** লালগালিচায় তোলা ছবির দাম
** ইনভাইটেশন দিলে কোলাকুলি ফ্রি!
** মেয়রের মধ্যাহ্নভোজে দেড় ঘণ্টা
** ছক্কা হাঁকানোর দিনে!
***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কান উত্সব ২০১৬ এর সর্বশেষ