ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাসছে মুকুল

আল নাহিয়ান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১২
হাসছে মুকুল

ঘোড়ায় চাপা যোদ্ধা বেশে
বোশেখ রাজের হাঁস,
ছন্দহারা ঢেউয়ের তালে
কাঁপছে নদীর বাঁক!

প্রাণের ভয়ে ছুটছে ধেয়ে
দখিন হাওয়ার দল
রাজার নাকি দু’হাত ভরা
সপ্তপুরীর ‘বল’!

শিরশিরিয়ে কাঁপছে মাঠে
দুব্বো-লতার গাঁ
এই বুঝি এই পড়লো পিঠে
বোশেখ রাজের পা।

মেঘের চোখেও ঝরবে বুঝি
অশ্রু ঝুমুর ঝুম
ঝাঁকড়া চুলে বৃক্ষ দোলে
‘ইট্টু’ও নেই ঘুম।



ভয় পেয়েও হাসছে মুকুল
কণ্ঠে সুরের ভাঁজ,
‘আজকে আমি আম হবোরে
আসলে বোশেখ রাজ!’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।