ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীলফামারীতে শিশুদের ব্যতিক্রমী চিত্রাঙ্কন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
নীলফামারীতে শিশুদের ব্যতিক্রমী চিত্রাঙ্কন

নীলফামারী : গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে ২০ ফুট দৈর্ঘ্য এবং ৪ ফুট প্রস্থ একটি ছবি এঁকেছে শিশুরা। যেখানে স্থান পেয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন চিত্র।



বুধবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে শিশু একাডেমি এই ছবি আঁকার আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুর রহমান। সভাপতিত্ব করেন নীলফামারী শিশু একাডেমি পরিচালনা বোর্ডের সদস্য আহসান রহিম মঞ্চিল।

এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের মমিনুর রহমান সাজুসহ কয়েকজন শিশু অভিভাবক বক্তব্য রাখেন।

পরে চিত্রাঙ্কনে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।