খোকার হাতে রঙের তুলি
আঁকছে খোকা যা তা
রঙিন ঘুড়ি পাথর নুড়ি
ব্যাঙের মাথায় ছাতা।
আঁকছে আবার নদী নালা
পদ্ম কদম ফুল
খালের মাঝে বকের শিকার
শাপলা দোদুল দুল।
আকাশ জুড়ে মেঘের উড়াল
সূর্যমুখীর হাসি
এমনি করে আঁকছে খোকা
স্বপ্ন রাশি রাশি।
এঁকে এঁকে খোকার কালি
শেষ হয়েছে শেষ
এই খোকাটাই বড় হয়ে
গড়বে রঙিন দেশ।
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি