ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রঙের তুলি

মঈন মুরসালিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ২০, ২০১২
রঙের তুলি

খোকার হাতে রঙের তুলি
আঁকছে খোকা যা তা
রঙিন ঘুড়ি পাথর নুড়ি
ব্যাঙের মাথায় ছাতা।

আঁকছে আবার নদী নালা
পদ্ম কদম ফুল
খালের মাঝে বকের শিকার
শাপলা দোদুল দুল।



আকাশ জুড়ে মেঘের উড়াল
সূর্যমুখীর হাসি
এমনি করে আঁকছে খোকা
স্বপ্ন রাশি রাশি।

এঁকে এঁকে খোকার কালি
শেষ হয়েছে শেষ
এই খোকাটাই বড় হয়ে
গড়বে রঙিন দেশ।

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।