তোমাদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি ও শিকু এবার পা দিলো ষষ্ঠ বছরে। আর নতুন বছরে সিসিমপুরের নতুন বিষয় হচ্ছে ‘ভূমিকম্প’।
ভূমিকম্প আঘাত হানলে কী কী সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই তুলে ধরা হবে এবারের সিসিমপুরে। পাশাপাশি এর মাধ্যমে শিশুদের রেডিও বিজ্ঞপ্তিগুলো মনোযোগ দিয়ে শোনার কথাও বলা হবে। থাকবে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে শিশু ও পরিবারের সদস্যরা কিভাবে প্রস্তুতি নেবে সে বিষয়ে নির্দেশনা।
আর পরের পর্বে শিশুদের শেখানো হবে কীভাবে পরিবেশ দূষণ রোধ করা যায়? কিভাবে একটি নাজুক প্রতিবেশ ব্যবস্থায় বিভিন্ন প্রজাতি সহাবস্থান করতে পারে। এতে তোমরা দেখতে পাবে যে হালুম, টুকটুকি, শিকু ও ইকরি তাদের উভচর প্রাণীদের জন্য দূষিত একটি পুকুর পরিস্কার করতে সহায়তা করছে।
নতুন বছরে ব্যাঙ, বানর ও পাখি নামক বিভিন্ন নতুন চরিত্রের সঙ্গেও পরিচয় হবে তোমাদের।