ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেঘ গুড়গুড়

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ২১, ২০১২
মেঘ গুড়গুড়

বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো এখন কী কাল। হ্যাঁ, ঠিকই বলেছো- বর্ষাকাল।

এই বর্ষাকাল নিয়ে তোমাদের যদি একটি ছড়া লিখতে বলা হয় তাহলে তুমি কী লিখবে? তুমি কী লিখবে জানিনা, কিন্তু আমি কী লিখবো জানো? আমি লিখবো ‘খালে-বিলে নতুন জলে/ঘ্যাঙর ঘ্যাঙ সুর দুলিয়ে/সোনা ব্যাঙ ডাকতে থাকে/দিনে রাতে গাল ফুলিয়ে/বৃষ্টি শেষে নীল আকাশে/রংধনু দেয় পেখম মেলে/ময়ূর বলে অবাক আমি/এমন পেখম কোথায় পেলে?। ’ কিন্তু বৃষ্টি না থেমে যদি অবিরাম ঝরতে থাকে তাহলে কী হবে? পানিতে ঘরবাড়ি ভেসে যাবে। রাস্ত-ঘাট, ডোব-নালা, খাল-বিল, পুকুর-নদী ভরে যাবে। বৃষ্টির পানি তখন হয়ে যায় বন্যার পানি। এমন দৃশ্যের বর্ণনা যদি ছড়ায় ছড়ায় দেয়া যায় তাহলে কেমন হবে? এই যেমন- ‘থৈ থৈ পানিতে বাড়ি-ঘর ভাসিয়ে/চারিদিকে বয়ে গেছে বন্যা/চাল নেই চুলা নেই, বিশুদ্ধ পানি নেই/চলে শুধু অনাহারি মানুষের কান্না। ’

মানুষের কান্না দেখলে আমার ভীষণ কান্না পায়। আর কান্না পায় মায়ের কথা মনে হলে। মায়ের কথা মনে হলে আমার তখন গলা ফাটিয়ে কেবলই বলতে ইচ্ছে করে ‘তোমার কথা মনে হলে/চোখে আসে পানি/আদর করে খাইয়ে দিয়ে/ঘুম পড়াতে জানি/এখন আমার ঘুম আসে না/একলা ঘরে রই/তোমায় ছাড়া এমন জীবন/কেমন করে সই। ’ শুধু মা নয়। বাবার কথাও আমার খুব মনে পড়ে। বাবার কথা মনে হলে আমার কেমন হয় সেকথাই তোমাদের শোনাবো। তবে ছড়ায় ছড়ায়। ‘আমার তখন কতই বয়স/বছর পাঁচ কী ছয়/তবু সেসব দিনের কথা/পষ্ট মনে হয়/শহর থেকে ফিরত বাবা/বেতন ভাতা পেয়ে/সেসব ছবি আসছে মনে/স্মৃতির সিঁড়ি বেয়ে/বাবার হাতে থাকতো ব্যাগ/ব্যাগের মধ্যে কী/মিষ্টি মোয়া, শোলার পাখি/ছানার জিলাপী। ’

বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট নিয়ে দিতাম ভোঁ দৌড়। একদিন দৌড়ে এক বন্ধুর বাড়ি চলে গেলাম। গিয়ে দেখি বন্ধুর জন্মদিন। আমার ওই বন্ধুর নাম খুকু। খুকুর কাছে গিয়ে কী বললাম জানো? বললাম, ‘খুকু তোমার জন্মদিনে/বন্ধুর সব আসছে/হুক্কাহুয়া শিয়াল মামা/খুশির গাঙে ভাসছে/...গিটার নিয়ে ঘুরে ঘুরে/বিড়াল ছানা নাচছে/খোকাবাবু গান গাইবে/তবলাখানা চাচ্ছে। ’

বন্ধুরা, খোকাবাবু তো গান গাইবার জন্য তবলা চাচ্ছে। আর তোমরা নিশ্চয় জানতে চাচ্ছ মজার মজার ওই ছড়াগুলো  কোন বইতে আছে। যে বইটি থেকে পুরো ছড়াটিই পড়ে নেয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, সে বইটির নাম মেঘ গুড়গুড়। তোমাদের জন্য বইটি লিখেছেন লেখক বন্ধু শাহজাহান মোহাম্মদ। লেখক মজার মজার ২০টি ছড়া দিয়ে সাজিয়েছেন এ বইটি। আর ছড়াগুলোর সঙ্গে মিলতাল করে পাতায় পাতায় রঙিন ছবি এবং প্রচ্ছদ এঁকেছেন আঁকিয়ে বন্ধু দেওয়ান মিজান। বইটি প্রকাশ করেছে ঢাকার মালিবাগের সাহিত্যদেশ প্রকাশনী। অমর একুশে গ্রন্থমেলা ২০১২-এ প্রকাশিত ২৪ পৃষ্ঠার এ বইটির মূল্য ১২০ (একশত বিশ) টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।