ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হাতের লেখা খারাপ কেনো!

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
হাতের লেখা খারাপ কেনো!

বাংলা ক্লাশ চলছে। প্রদীপ স্যার সবার হোমওয়ার্কের খাতা দেখে দিচ্ছেন।

তো কামালের খাতা দেখার পর ওকে সামনে ডেকে নিয়ে বললেন, ‘তোমার হাতের লেখার অবস্থা তো খুবই খারাপ। কী যে মাথামুণ্ডু লিখেছো, কিচ্ছু বুঝতে পারছি না!’

তাই শুনে কামাল কি বলে কি, ‘স্যার, আমার হাতের লেখা যদি ভালো হতো, তাহলে তো আপনি টের পেয়ে যেতেন যে, আমার বানানের অবস্থা আরো খারাপ!’

ব্যাংকের টাকা ফেরত
উকিল: মাননীয় আদালত, সব তথ্যের ভিত্তিতে এটা নিঃসন্দেহে প্রমাণিত যে, আমার মক্কেল জনাব ছক্কু সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। অতএব, তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।
বিচারক: তথ্য-প্রমাণের ভিত্তিতে জনাব ছক্কুকে বেকসুর খালাস দেওয়া হলো। জনাব ছক্কু, আপনার কি কিছু বলার আছে?
ছক্কু: আমাকে কি ব্যাংকের টাকাগুলো ফেরত দিতে হবে?

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।