ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সূর্যি মামার ছুটি

ইমরুল ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সূর্যি মামার ছুটি

আকাশের ঐ মেঘের ভেলায়
সঙ্গী একা চাঁদ
উড়ে যাবে দূর বহু দূর
সূর্য যাবে বাদ।

এখন শুধু চাঁদের খেলা
গোটা আকাশ জুড়ে
নতুন চাঁদের এমন ছলে
সূর্য গেছে উড়ে।



আকাশ জুড়ে কালো মেঘের
কেবল ওড়াউড়ি
চাঁদ সূর্যের খেলা দেখে
চরকা কাটা বুড়ি।

বুড়ি বলে সূর্য তোমার
কেউ করে না খোঁজ
এখন সবাই চাঁদকে খোঁজে
আকাশ নীলে রোজ।

কারণটা তো সবার জানা
রোজা প্রায় শেষ
আনন্দের সেই জোয়ারে
ভাসছে সারা দেশ।

সূর্যি মামা তোমার তাই
নিতেই হবে ছুটি
বাঁকা চাঁদের ওঠা দেখে
খেলব লুটোপুটি।

সূর্যি মামা সবার বলে
ঠিক আছে তাই হবে
চাঁদের দেখা পেলেই আমি
মুখ লুকাবো তবে।

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
তাক ধিনা ধিন্ ধিন্
আকাশ বাতাস সূর্য শোনো
কালকে ঈদের দিন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।