ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সংসদে তোমাদের জন্য গ্যালারি

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২
সংসদে তোমাদের জন্য গ্যালারি

জাতীয় সংসদে তোমাদের জন্য আলাদা একটি গ্যালারি চালু করা হচ্ছে খুব শিগগিরই। মঙ্গলবার ১৪তম অধিবেশনের শুরুর দিনই এ গ্যালারির উদ্বোধন ঘোষণা করবেন স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ।



তবে তোমাদের মধ্যে যাদের বয়স ১২ বছরের নিচে তারাই শুধু গ্যালারিতে বসে সংসদ অধিবেশন দেখার সুযোগ পাবে। সরাসরি দেখতে পাবে সংসদ কিভাবে পরিচালিত হয়। জানতে পারবে নতুন নতুন সব তথ্য।

তবে এর আগে ১২ বছরের নিচে শিশুদের জন্য অধিবেশন দেখার কোনো সুযোগ ছিল না।    

সংসদের ৬ তলায় প্রধান বিচারপতি ও বাংলাদেশ বেতার বক্সের মাঝামাঝি স্থানে এ গ্যালারি নির্ধারণ করা হয়েছে।

তোমরা যদি এ সুযোগ নিতে চাও তাহলে সংসদ সচিবালয়ের আইপিএ অনুবিভাগের ভিজিট শাখার মাধ্যমে আবেদন করতে হবে। গ্যালারিতে একসঙ্গে ৫৫ জন শিশু বসে অধিবেশন দেখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।