জোনাক পোকা জোনাক পোকা
আলোক বাতি জ্বালো
খোকার চোখে ঘুম আসে তাই
দূর করে দাও কালো।
মাঝ রাতে যে কোথায় যাবে
সাঁঝের বেলা আসো
দুষ্টু তুমি বুঝেছি এবার
নাও গোটা দুই ঘুসো।
জোনাক পোকা জোনাক পোকা
একটি কথা শোনো
আলোক দেশের হিরক রাজা
আর ঘুমাই না যেনো।
সন্ত্রাসী আর গুম হয়ে যায়
কোন সে তিমির আঁধার
হাজার রংয়ের পুচ্ছ দিয়ে
আলোক জ্বালো তোমার।
সেই আলোতে ভাসিয়ে দাও
মনের যত কালি
আমরা কী তোমায় দেখতে চায়
বন-বাঁদারে খালি।