ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্ব শিশু দিবস

শিশু অধিকারময় বাংলাদেশের প্রত্যাশায় শিশুরা

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
শিশু অধিকারময় বাংলাদেশের প্রত্যাশায় শিশুরা

অক্টোবার মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস। প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের মত আমাদের দেশেও দিবসটি উদযাপিত হয়ে আসছে।



প্রতিবারের মত এবারও শিশু অধিকারময় বাংলাদেশের প্রত্যাশা করছে শিশুরা। যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে জাতিসংঘ শিশু সনদ। শিশুরা পাবে তাদের প্রাপ্য অধিকার।

দিনটিকে ঘিরে প্রতিবারই আমাদের দেশে সরকারি-বেসরকারিভাবে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু হতাশার কথা হচ্ছে আজও আমাদের দেশের শিশুরা তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। প্রতিদিন হাজারো শিশু অর্ধাহারে, অনাহারে রাতে ঘুমাতে যায়।

জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম দিকে থাকলেও দেশের মোট শিশুর বড় একটি অংশ শিশুশ্রমের সঙ্গে যুক্ত।

আর তোমরা যারা সুবিধাপ্রাপ্ত শিশু, তারাও কি পাচ্ছো প্রাপ্য অধিকার? পড়াশোনার চাপে ইট-কাঠের শহরে তাদের নিঃশ্বাস কেবলই বন্ধ হয়ে আসে। চারদিকে কেবলই বাড়ি আর দালান। কোথাও নেই একটু খেলার মাঠ।

এভাবে আর কতদিন চলবে? শিশুরা এমনিভাবে অধিকার বঞ্চিত থেকে যাবে? বিশ্ব শিশু দিবসে আমাদের প্রত্যাশা শিশু অধিকারময় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।