খলিলের কাছে সাজু খুব গর্ব করে বলছিলো, ‘জানিস, আমার বড়ো ভাইয়া না, গতকাল হেঁটে হেঁটেই ঐ নদীটা পার হয়েছে, হুহ!’
শুনে তো খলিল হেসেই খুন। বলে কী, পানির উপর দিয়ে আবার কেউ হাঁটতে পারে নাকি! ‘তা তোর ভাইয়া নদীর উপর দিয়ে কীভাবে হেঁটে পার হলো?’
সাজুর সোজাসাপ্টা উত্তর, ‘কেনো আবার? ব্রিজ দিয়ে!
হাতঘড়ি
অপারেশরেন রুগীকে কয়েকদিন পরে দেখে -
ডাক্তারঃ আরে আপনি! কি খবর? এখন কেমন আছেন? কোন সমস্যা হচ্ছে না তো?
রোগীঃ না, কোন সমস্যা হচ্ছে না।
ডাক্তারঃ (বেশ আনন্দের সঙ্গে) তাইতো বলি, আমার এত দামি ব্রান্ডের হাত ঘড়িটা কই গেল?।