ঢাকা: পিসা নামের এই টাওয়ারটি ইতালির ফ্লোরেন্সে অরনো নদীর তীরে অবস্থিত। টাওয়ারটি বিশ্বজুড়ে ‘হেলানো টাওয়ার’ নামেই বেশি পরিচিত।
নিউ সেভেন ওয়ান্ডার্সের নির্বাচনে এটি পৃথিবীর অন্যতম সোন্দর্যমন্ডিত স্থাপনা।
টাওয়ারটির নির্মাণ কাজ শুরু হয় ১১৭৩ সালে। নানা জোটিলতায় নির্মাণ কাজ শেষ হতে বেশ সময় লাগে। আর নির্মাণকালেই টাওয়ারটি বেঁকে যেতে থাকে। এর নির্মাণ কাজ শেষ হয় ১৩১৯ সালে। শ্বেত পাথরের ক্যাথিড্রালের পর পিসা টাওয়ার হচ্ছে ইতালির দ্বিতীয় বিখ্যাত স্থাপনা।
নির্মাণকালে হেলানো এই টাওয়ারটি ভেঙে পড়ার আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত তা ঘটেনি। এর উচ্চতা প্রায় ৫৪ মিটার।
মজার ব্যাপার হলো, এখনো প্রতি বছর ১.২৫ সেন্টিমিটার করে হেলে পড়ছে পিসা টাওয়ার। টাওয়ার বা মিনারটির মাত্র ৫০ মিটার নিচেই পানির স্তর থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষষ্ণরা।
এভাবে হেলতে থাকলে ২০২০-২৫ সালের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে অসাধারণ এই স্থাপত্যটি। আর তাই এটি রক্ষায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালি সরকার।
প্রতি বছর ১৬ জুন এখানে অনুষ্ঠিত হয় আলো উৎসব। উৎসব উপলক্ষে টাওয়ারটি সাজানো হয় চমৎকার ও দৃষ্টিনন্দন আলোকসজ্জায়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি; আহ্সান কবীর, আউটপুট এডিটর